>>>তাকলিদ ও মাজহাব<<<, Uncategorized

প্রশ্ন
আমি ব্যক্তিগতভাবে হানাফী
মাযহাবের
উপর আমল করে থাকি। কয়েকদিন
আগে এক
গায়রে মুকাল্লিদ ভাইয়ের
সাথে কথা বলার সময়
আমি তাকে বললাম, সকল সাধার
মুসলমানদের জন্য তাকলীদ করা জরুরী।
তখন সাথে সাথে গায়রে মুকাল্লিদ
ভাইটি বলে উঠল, যদি সবার জন্য
তাকলীদ করা জরুরী হয়, তাহলে ইমাম
আবু হানীফা কার তাকলীদ করেছেন?
তিনি এ
জরুরী কাজ থেকে কেন বিরত
রইলেন? আমি তখন তার কোন জবাব
দিতে পারিনি। দয়া করে এ
ব্যাপারে সঠিক জবাব দিয়ে কৃতার্থ
করবেন।
প্রশ্নকর্তা- আহমাদ আলী
ঢাকা, বাংলাদেশ।
উত্তর
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ
ﺍﻟﺮﺣﻴﻢ
এ প্রশ্নের উত্তর খুবই সহজ।
আপনিলোকটিকেপাল্ টাপ্রশ্ন
দু’টি প্রশ্ন করুন। যথা- ১-মুসলমান
হওয়ার জন্য নবীর
কালিমা পড়া আবশ্যক।
তাহলে নবীজী সাঃ নিজে কার
কালিমা পড়েছেন?
২-জামাত সহীহ হওয়ার
জন্য ইমামের
পিছনে ইক্তিদা করা জরুরী।
তাহলে ইমাম কার
ইক্তিদা করে থাকে? এ দুই প্রশ্নের
জবাবে গায়রে মুকাল্লিদটি যে জবাব
দিবে আপনাকে করা প্রশ্নটিরও একই
জবাব। সে নিশ্চয় বলবে যে,
নবী নিজেইতো নবী। তাই তার অন্য
কারো কালিমা পড়ে মুসলমান হওয়ার
প্রয়োজন নেই। ঠিক তেমনি ইমাম
নিজেই মুক্তাদা তথা ইমাম, তাই তার
অন্য কারো ইক্তিদা করার প্রয়োজন
নেই।
এ জবাব যখন সে দিবে, তখন
আপনি সাথে সাথে বলে দিন যে, ইমাম
আবু হানীফা রহঃ নিজেইতো মুজতাহিদ
তাই তার অন্য কারো তাকলীদের
প্রয়োজন
নেই। তাকলীদের
প্রয়োজনতো গায়রে মুজতাহিদের জন্য।
মুজতাহিদের জন্যতো তাকলীদের কোন
জরুরতই নেই। তাই এ
প্রশ্নটিই অজ্ঞতাসূচক প্রশ্ন। যেমন
ইমাম কার ইক্তিদা করে,
কিংবা নবী কার কালিমা পড়ে প্রশ্ন
করা অজ্ঞতাসূচক প্রশ্ন।
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ

তাকলীদ করা জরুরী হয়, তাহলে ইমাম আবু হানীফা কার তাকলীদ করেছেন ?

সংক্ষিপ্ত পোষ্ট

এখানে আপনার মন্তব্য রেখে যান